আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা জানবেন যেভাবে ফেসবুকে
ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা জানবেন যেভাবে: ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। সর্বশেষ বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের ফেসবুক তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা ৩৮ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ এবং ভারতের ৬০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী তথ্য ফাঁসের তালিকায় রয়েছেন। ফাঁস হওয়া ই-মেইল আইডির তালিকায় আপনার মেইল আছে কিনা তা নিশ্চিত হতে ধাপগুলো অনুসরণ করুন- ১। প্রথমেই হ্যাভআইবিনপনড ডট কম সাইটে প্রবেশ করুন ২। এবার নির্ধারিত ঘরে আপনার ই-মেইল আইডি টাইপ করে পাশের অপশনে ক্লিক করতে হবে ৩। যদি আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকে তাহলে আপনি একটি সতর্ক বার্তা পাবেন আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকলে সতর্কবার্তা পাওয়ার পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একইসঙ্গে চালু করতে হবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এখান থেকে সতর্ক বার্তা পাওয়া মানে শুধু এবার নয়, অন্য যেকোনও ঘটনায় আপনার ই-মেইলটি ফাঁস হয়ে থাকতে পারে।
FDHFDH